সমরেশ বসুর ছদ্মনাম কোনটি?
A কালকূট
B অনিলা দেবী
C বনফুল
D পরশুরাম
Solution
Correct Answer: Option A
সমরেশ বসু ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক। তার জন্মনাম সুরথনাথ বসু এবং ছদ্মনাম কালকূট। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ-
-উত্তরঙ্গ (১৯৫১)
-গঙ্গা (১৯৫৭)
-বিবর (১৯৬৫)
-প্রজাপতি
-দেখি নাই ফিরে
-সওদাগর
-কোথায় পাবো তারে (১৯৬৮) ইত্যাদি।