Solution
Correct Answer: Option D
- সুকুমার রায় এর ছদ্মনাম উহ্যনাম পণ্ডিত।
- 'তাতা' হল সুকুমার রায়ের আরেকটি বিখ্যাত ছদ্মনাম।
- রবীন্দ্রনাথ ঠাকুর এর ছদ্মনাম ভানুসিংহ।
- কাজী নজরুল ইসলাম এর ছদ্মনাম ধুমকেতু /ব্যাঙাচি।
- বিমল ঘোষ এর ছদ্মনাম মৌমাছি।
- প্রমথ চোধুরীর এর ছদ্মনাম বীরবল।
- মাইকেল মধুসূদন দত্ত এর ছদ্মনাম এ নেটিভ।