দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 । অঙ্ক দুটির সমষ্টি সংখ্যাটির 7 ভাগের 1 ভাগ। সংখ্যাটি কত?

A   ৪৫ 

B   ৬০  

C ৬১ 

D ৬৩  

Solution

Correct Answer: Option D

ধরি,
সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক = x
∴,সংখ্যাটি = 10x + 3
প্রশ্নমতে,
10x + 3 = 7(x + 3)
বা,10x + 3 = 7x + 21
বা,10x - 7x = 21 - 3
বা,3x = 18
∴, x = 6

সংখ্যাটি = 10 × 6 + 3
= 63

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions