ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে ২,৩,৪,৫ ও ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
Solution
Correct Answer: Option A
৬ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০০
আবার ২,৩,৪,৫ এবং ৬ দ্বারা নি:শেষে বিভাজ্য হবে যদি প্রদত্ত সংখ্যাগুলোর ল.সা.গু দিয়ে নি:শেষে বিভাজ্য হয়।
সুতরাং ২,৩,৪,৫ এবং ৬ এর ল.সা.গু = ৬০ এখন ৬০ দিয়ে ১০০০০০ কে ভাগ করলে ভাগফল ১৬৬৬ এবং ভাগশেষ ৪০ থাকবে।
সুতরাং আরো যোগ করতে হবে ৬০-৪০ = ২০