বার্ষিক ১০% হার সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে ২০০০ টাকার ১ বছরের সুদ কত?

A  ২০০  

B ২০৫ 

C ২১০ 

D ২১২ 

Solution

Correct Answer: Option B

অর্ধ-বার্ষিক চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে,
সুদাসল = আসল  × [ ১ + হার/২০০] ২ × সময় = ২০০০[১ + ১০/২০০]২ × ১
=২২০৫ টাকা

∴ নির্ণেয় সুদ = (২২০৫ - ২০০০) = ২০৫ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions