তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার প্রথমটির ৩ গুণ দ্বিতীয়টির দ্বিগুণের চেয়ে ৩ বেশি হলে, তৃতীয় বিজোড় সংখ্যাটি কত?

A

B ১০

C ১১

D ১৩

Solution

Correct Answer: Option C

ধরি,
১ম বিজোড় সংখ্যাটি = x
২য় বিজোড় সংখ্যাটি = x + ২
৩য় বিজোড় সংখ্যাটি = x + ৪
প্রশ্নমতে,
৩x = ২(x + ২) + ৩
বা, ৩x = ২x + ৪ + ৩
বা, ৩x - ২x = ৭
∴ x = ৭
অতএব,
৩য় বিজোড় সংখ্যাটি = ৭ + ৪
= ১১

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions