একটি সংখ্যা তার নিজের ২০% এর চেয়ে ৪০ বেশি। সংখ্যাটি কত?

A ২০  

B   ২৫

C   ৫০

D    ৭০  

Solution

Correct Answer: Option C

মনে করি সংখ্যাটি x
প্রশ্নমতে, x - x এর ২০% = ৪০
বা, x - x/৫ = ৪০
বা, ৪x/৫ = ৪০
বা, x = (৪০×৫)/৪ = ৫০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions