৯টি বাহু বিশিষ্ট একটি সমতল বহুভুজের কৌণিক বিন্দুগুলো দ্বারা মোট কতটি ত্রিভুজ আঁকা যাবে?
Solution
Correct Answer: Option A
৯ টি বাহুর জন্য বহুভুজটিতে ৯ টি কৌনিক বিন্দু আছে। প্রতিটি ত্রিভুজের জন্য ৩ টি বিন্দুর দরকার।
তাহলে, ৯ টি বিন্দু থেকে ৩ টি বিন্দু নিয়ে গঠিত সমাবেশ সংখ্যাই হবে ত্রিভুজের সংখ্যা 9C3 = 84