এক জন লোকের মজুরী ৫০% কমানো হল। হ্রাসকৃত মজুরী ৫০% বৃদ্ধি করা হলো তার কত% লাভ বা ক্ষতি হল?
A ২৫% ক্ষতি
B ৩০% লাভ
C ৪০% লাভ
D ৬৫% ক্ষতি
Solution
Correct Answer: Option A
ধরি মজুরী ১০০ টাকা, ৫০% কমালে মজুরী হয় ৫০ টাকা। আবার ৫০ টাকার ৫০% বৃদ্ধি করলে মজুরী হয় ২৫ + ৫০ = ৭৫ টাকা।
অতএব শতকরা ২৫ টাকা ক্ষতি হল।