এক জন লোকের মজুরী ৫০% কমানো হল। হ্রাসকৃত মজুরী ৫০% বৃদ্ধি করা হলো তার কত% লাভ বা ক্ষতি হল?

A ২৫% ক্ষতি  

B   ৩০% লাভ   

C ৪০% লাভ  

D ৬৫% ক্ষতি   

Solution

Correct Answer: Option A

ধরি মজুরী ১০০ টাকা, ৫০% কমালে মজুরী হয় ৫০ টাকা। আবার ৫০ টাকার ৫০% বৃদ্ধি করলে মজুরী হয় ২৫ + ৫০ = ৭৫ টাকা।
অতএব শতকরা ২৫ টাকা ক্ষতি হল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions