দুইটি সংখ্যার বিয়োগফল 44 এবং তাদের অনুপাত 9:5, বড় সংখ্যাটি কত?

A  78  

B 99 

C 101 

D 105 

Solution

Correct Answer: Option B

ধরি, সংখ্যা দুইটি 9x ও 5x
প্রশ্নমতে,
9x - 5x = 44
⇒ 4x = 44
∴ x = 11
∴ সংখ্যা দুইটি (9×11) = 99 এবং, (5×11) = 55
∴ বড় সংখ্যাটি 99

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions