Solution
Correct Answer: Option D
ভ্রূণের বয়স যখন ৯ সপ্তাহ তখন থেকেই মা অনুভব করে অনাগত অতিথির প্রাণের স্পন্দন। এ শব্দের মধ্যেই রয়েছেজীবনের সজীব ছোঁয়া। এ থেমে যাওয়া মানেই মৃত্যুর নিথর পরশ। চিকিৎসকেরা একেই বলে হৃদধ্বনি বা হার্ট সাউন্ড (Heart Sound)|।
হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণের সময় মোটামুটিভাবে চার রকমের কম্পন তৈরি হয়। হৃদয় যখন সংকুচিত হতে থাকে, সে সময়ে অলিন্দ ও নিলয়ের মধ্যে থাকা বাইকাসপিড ও ট্রাইকাসপিড ভালভ্ দু’টি সজোরে বন্ধ হয়ে যায়। এর ফলেই সৃষ্টি হয় প্রথম হৃদধ্বনি বা ফার্স্ট হার্ট সাউন্ড। এই শব্দ স্থুল ও দীর্ঘ। অনেকটা ইংরেজি L-U-B-B-এর মতো। ফার্স্ট হার্ট সাউন্ড ০.১ থেকে ০.১৭ সেকেন্ড পর্যন্ত থাকে। অন্যান্য পর্যায়ে বাকি গুলো তৈরি হয়।