Solution
Correct Answer: Option B
হুমায়ুন আজাদ রচিত উপন্যাস :
- ফালি ফালি করে কাটা চাঁদ,
- সবকিছু ভেঙ্গে পড়ে,
- রাজনীতিবিদগণ,
- একটি খুনের স্বপ্ন ইত্যাদি।
- হুমায়ুন আজাদ রচিত কিশোর সাহিত্য:
- ফুলের গন্ধে ঘুম আসে না,
- আব্বুকে মনে পড়ে,
- বুক পকেটে জোনাকি পোকা ।