বাংলাদেশ-ভারতের মধ্যকার ছিটমহল বিলুপ্ত হয় কবে?
A ৫ জুন ২০১৫
B ১ আগস্ট ২০১৫
C ৩০ জুলাই ২০১৫
D ৬ জুন ২০১৫
Solution
Correct Answer: Option B
ভারতীয় অংশে বাংলাদেশের ছিটমহল ছিল কুচবিহারে - ৪৭টি ও জলপাইগুড়িতে - ৪।
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী ২০১৫ সালের ৩১ জুলাই দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়। এর ফলে বাংলাদেশের সীমানার মধ্যে ভারতের ১১১টি ছিটমহল এবং ভারতের ভূখন্ডের ভিতর বাংলাদেশের ৫১টি ছিটমহল যুক্ত হয়।