একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে অন্তত একটি হেড পাওয়ার সম্ভাবনা কত?
Solution
Correct Answer: Option B
একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে চারটি সম্ভাব্য ফলাফল হতে পারে:
(HH), (HT), (TH), (TT)
এই চারটি ফলাফলের মধ্যে তিনটি ক্ষেত্রে অন্তত একটি হেড রয়েছে: HH, HT, TH।
সুতরাং, একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে অন্তত একটি হেড পাওয়ার সম্ভাবনা হলো ৩/৪।