হুমায়ূন আহমেদের পৈত্রিক বাড়ি কোথায়? 

A গাজীপুর

B নেত্রকোনা

C মৌলভীবাজার

D পটুয়াখালী

Solution

Correct Answer: Option B

- হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮ - ১৯ জুলাই ২০১২) ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা।
- তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম।
- শৈশবে হুমায়ূন আহমেদের নাম ছিল শামসুর রহমান।
- তাঁর একটি লেখা থেকে জানা যায়, তাঁদের পিতা ছেলেমেয়েদের নাম পরিবর্তন করতেন। তাই তিনি নিজেই পুত্রের আগের নাম পরিবর্তন করে রাখেন হুমায়ূন আহমেদ।

তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- আগুনের পরশমনি,
- শ্যামল ছায়া,
- জোছনা ও জননীর গল্প,
- সূর্যের দিন,
- সৌরভ,
- নির্বাসন,
- অলিন বাগচীর একদিন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions