বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাসে পত্র সংখ্যা কয়টি?

A ১১টি

B ১৬টি

C ১৮টি

D ২২টি

Solution

Correct Answer: Option C

- কাজী নজরুল ইসলাম রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস 'বাঁধনহারা' (১৯২৭)।
- ১৯২১ সাল থেকে এটি ধারাবাহিকভাবে 'মোসলেম ভারত' পত্রিকায় ছাপা হয়।
- পত্রিকায় প্রকাশিত এ উপন্যাসের কিছু অংশ ১৯২৭ সালে গ্রন্থাকারে প্রকাশের সময় বাদ পড়ে যায়।
- পরবর্তীতে তা খুঁজে পাওয়া গেলে ১৯ মে, ২০০৬ সালে দৈনিক 'প্রথম আলো' পত্রিকায় প্রকাশিত হয়।
- এ গ্রন্থের পত্র সংখ্যা ১৮টি
- নুরুর সাথে মাহবুবার প্রণয় এবং বিয়ের উদ্যোগ অনেক এগিয়ে গেলে হঠাৎ নুরু পালিয়ে গিয়ে সৈনিক জীবন গ্রহণ করে। অনেকের মতে, এ উপন্যাসের নুরুই নজরুল।
- চরিত্র: নুরুল হুদা, মাহবুবা, সাহসিকা, রাবেয়া।
- নজরুল রচিত অন্যান্য উপন্যাস: ‘মৃত্যুক্ষুধা' (১৯৩০), 'কুহেলিকা' (১৯৩১)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions