কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’- কে স্বরণ করেছেন কেন?

A ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে

B ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে

C প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে

D প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে

Solution

Correct Answer: Option D

- 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের অন্তর্গত 'মানুষ' কবিতায় কবি কাজী নজরুল ইসলাম যারা পবিত্র উপাসনালয়ের দরজা বন্ধ করে, তাদের ধ্বংসের জন্য কালাপাহাড়কে স্বরণ করেছেন।
- তাই তো কাজী নজরুল লিখেছেন, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি!' কোথা চেঙ্গিস, গজনি মামুদ, কোথায় কালাপাহাড়? ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া দ্বার!

- ‘কালাপাহাড়’ ছিলেন বাংলা ও বিহারের শাসনকর্তা সুলায়মান খান কররানির এক দুর্ধর্ষ সেনাপতি। তার আসল নাম রাজীবলোচন রায়। তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন এবং নিয়মিত বিষ্ণু পূজা করতেন। পরবর্তী সময়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং প্রবল হিন্দু বিদ্বেষী হয়ে ওঠেন।

-১৫৬৮ সালে পুরীর জগন্নাথ দেবের মন্দিরসহ বিভিন্ন মন্দির ও বিগ্রহের ব্যাপক ক্ষতিসাধন করেন। আর তখন থেকেই তিনি 'কালাপাহাড়' নামে পরিচিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions