আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড-
A BDT
B BTBT
C BDTK
D BTK
Solution
Correct Answer: Option A
- BDT হলো (Bangladeshi Taka) বাংলাদেশি টাকার সংক্ষিপ্ত রূপ যা বাংলাদেশের সরকারি জাতীয় মুদ্রা।
- এটি হচ্ছে বৈদেশিক মুদ্রার বাজারে ব্যবসায়ীদের দ্বারা ব্যবহৃত মুদ্রা কোড।
- মুদ্রার প্রচলন এবং মূল্যায়ন দেশের কেন্দ্রীয় ব্যাংক 'বাংলাদেশ' ব্যাংক দ্বারা পরিচালিত হয়।