সম্বোধন পদের শেষে কোন বিরাম চিহ্ন বসে?

A কমা

B সেমিকোলন

C বিস্ময় চিহ্ন

D ড্যাস

Solution

Correct Answer: Option A

সম্বোধন পদের শেষে কমা বসে। যেমন- রহিম, এদিকে এসো।
কমা (,) এর অন্যান্য ব্যবহার-
-প্রত্যেক উক্তির পূর্বে সূচক বাক্যের শেষে কমা বসে, যেমন- কাল যে লোকটি এসেছিলো সে আমার পূর্ব পরিচিত।
-বড় রাশিকে স্পষ্ট করে বুঝানোর জন্য কমা বসে, যেমন- ৪, ৬০, ৫৫, ৪৮০।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions