১০ টাকায় ১২টি করে কমলা ক্রয় করে ১০ টাকায় ০৮টি করে কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
A ২৫% লাভ
B ৫০% লাভ
C ৫০% ক্ষতি
D ২৫% ক্ষতি
Solution
Correct Answer: Option B
১২টি কমলার ক্রয়মূল্য ১ টাকা
১টি কমলার ক্রয়মূল্য ১/১২ টাকা
৮টি কমলার বিক্রয়মূল্য ১ টাকা
১টি কমলার বিক্রয়মূল্য ১/৮ টাকা
লাভ = (১/৮) - (১/১২)
= (৩ - ২)/২৪
= ১/২৪
১/১২ টাকায় লাভ হয় = ১/২৪ টাকা
১ টাকায় লাভ হয় = (১/২৪)/(১/১২) টাকা
১০০ টাকায় লাভ হয় = (১২× ১০০)/২৪ = ৫০ টাকায়