'উমর ফারুক 'কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে?
Solution
Correct Answer: Option A
কাজী নজরুল ইসলামের জিঞ্জীর কাব্যগ্রন্থটি ১৯২৮ সালে প্রকাশিত হয়।
তার রচিত আরো কিছু কবিতা ও গানের সংকলনের মধ্যে ছিল:
- সিন্ধু-হিন্দোল (১৯২৮),
- সঞ্চিতা (১৯২৮),
- বুলবুল (১৯২৮),
- চক্রবাক (১৯২৯)।