কবি ফররুখ আহমদ (১৯১৮-১৯৭৪) ছিলেন কবি, শিশুসাহিত্যিক। তিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে তাঁর জন্ম। তিনি মুসলিম রেনেসাঁর কবি।
- তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি।
- তাঁর সনেট সংকলন মুহূর্তের কবিতা।
- নৌফেল ও হাতেম তাঁর রচিত কাব্যনাট্য।
- হাতেম তায়ী তাঁর কাহিনীকাব্য।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ
- সাত সাগরের মাঝি (১৯৪৪),
- সিরাজাম মুনিরা (১৯৫২),
- হাবেদা মরুর কাহিনী (১৯৮১) ইত্যাদি।
শিশুতোষ রচনাঃ
- পাখির বাসা (১৯৬৫),
- ছড়ার আসর (১৯৭০),
- হরফের ছড়া (১৯৭০) ইত্যাদি।