বাংলাদেশের সরকার পদ্ধতি-

A এককেন্দ্রিক

B যুক্তরাষ্ট্রীয়

C রাজতন্ত্র

D রাষ্ট্রপতিশাসিত

Solution

Correct Answer: Option A

- বাংলাদেশের সরকার ব্যবস্থা হলো এককেন্দ্রিক এবং সংসদীয়। এই ব্যবস্থায় দেশে কেবল কেন্দ্রিয় সরকার বিদ্যমান এবং দেশের শাসনভার প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার উপর ন্যস্ত থাকবে।

- ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয় এবং এটি ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে কার্যকর হয়। 

বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য সমূহ:
- লিখিত দলিল,
- দুষ্পরিবর্তনী,
- রাষ্ট্র পরিচালনার ‍মূলনীতি,
- মৌলিক অধিকার,
- সর্বজনীন ভোটাধিকার,
- প্রজাতান্ত্রিক সংসদীয় সরকার,
- এককেন্দ্রিক রাষ্ট্র,
- আইনসভা ইত্যাদি। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions