আফ্রিকা মহাদেশের মানচিত্রে Horns of Africa- তে কোন দেশটি অবস্থিত?

A    ইথিওপিয়া

B    নাইজেরিয়া

C    কেনিয়া

D    সুদান

Solution

Correct Answer: Option A

 

ইথিওপিয়া আফ্রিকার প্রাচীনতম স্বাধীন রাষ্ট্র। এটি উত্তর-পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এর সরকারী নাম ইথিওপীয় সরকারী গণপ্রজাতন্ত্র। উঁচু পর্বত আর ঊষর মরুভূমির এই রুক্ষ দেশটিতে ৭০টিরও বেশি জাতিগত ও ভাষাগত গোষ্ঠীর মানুষের বাস।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions