রাজপুতের উপাখ্যান অবলম্বনে রচিত নাটক কোনটি?

A ব্রজঙ্গনা

B শর্মিষ্ঠা

C কৃষ্ণকুমারী

D মায়াকানন

Solution

Correct Answer: Option C

কৃষ্ণকুমারী (১৮৬১) মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। নাটকটির কাহিনী উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: কৃষ্ণকুমারী, মদনিকা, বিলাসবতী, ভীমসিংহ, জগৎসিংহ, মানসিংহ, ধনদাস প্রমূখ। এটি রাজপুতের উপাখ্যান অবলম্বনে রচিত নাটক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions