একটি ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ক্ষেত্রফল কত?
Solution
Correct Answer: Option B
একটি নিয়মিত ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র হল, A = (3√3 × a²) / 2
যেখানে 'a' হল বাহুর দৈর্ঘ্য
এখানে, a = 4 সেমি
সুতরাং, ক্ষেত্রফল = (3√3 × 4²) / 2
= (3√3 × 16) / 2
= 48√3 / 2
= 24√3 বর্গ সেমি