সপ্তভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত সমকোণ?
Solution
Correct Answer: Option B
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম সপ্তভুজের 7 কোণের সমষ্টি = (2×7 - 4) সমকোণ
= (14 - 4) × 90°
= 10 × 90°
অর্থাৎ, সুষম সপ্তভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি ১০ সমকোণ।