কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রাকে পরমশূন্য তাপমাত্রা বলা হয়?

A ০⁰ সেলসিয়াস

B -৪⁰ সেলসিয়াস

C -২৭৩⁰ সেলসিয়াস

D -২৭১⁰ সেলসিয়াস

Solution

Correct Answer: Option C

-পরম শূন্য (Absolute Zero), হচ্ছে এই মহাবিশ্বের সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা।
-তাপমাত্রা মাপক যন্ত্রে এর মান হচ্ছে ০ কেলভিন অথবা -২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াস বা -৪৬০ ডিগ্রি ফারেনহাইট।
-মহাবিশ্বে এর থেকে কম তাপমাত্রা হওয়া সম্ভব নয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions