একটি সংখ্যাকে ৫৬৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ ১০ থাকে। যদি ঐ সংখ্যাকে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে?

A 2

B 3

C 5

D 6

Solution

Correct Answer: Option B

সংখ্যাটিকে ৫৬৭ দিয়ে ভাগ করতে হলে সংখ্যাটি অবশ্যই ৫৬৭ এর গুণিতক হবে।
কমপক্ষে সংখ্যাটি হতে পারে = (৫৬৭ × ১) + ১০ = ৫৭৭

এখন, ৫৭৭ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগফল ৮২ এবং ভাগশেষ ৩ হবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions