৭৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের গড় কত হবে?
A ১৫০০
B ২০০০
C ১২৫০
D ১৮০০
Solution
Correct Answer: Option A
অনুপাতগুলোর যোগফল = ১ + ২ + ৩ + ৪ + ৫ = ১৫
ক্ষুদ্রতম অংশ = ৭৫০০ এর ১/১৫ = ৫০০
বৃহত্তম অংশ = ৭৫০০ এর ৫/১৫ = ২৫০০
যোগফল = ৫০০ + ২৫০০ = ৩০০০
নির্ণেয় গড় = ৩০০০/২ = ১৫০০