দুইটি সংখ্যার ল. সা. গু. এবং গ. সা. গু. যথাক্রমে ৯৬ ও ১৬ । একটি সংখ্যা অপর সংখ্যার ১.৫ গুন হলে বড় সংখ্যাটি কত?

A ১৮

B ৩৫

C ৪২

D ৪৮

Solution

Correct Answer: Option D

ধরি,
ছোট সংখ্যা =২ক
বড় সংখ্যা (২ক × ১.৫) = ৩ক
 
প্রশ্নমতে, ২ক × ৩ক = ৯৬ × ১৬
৬ক² = ১৫৩৬ ক² = ২৫৬
∴ ক = ১৬
 
∴ বড় সংখ্যা, ৩ক = ৩ × ১৬ = ৪৮

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions