দুইটি রাশির যোগফল ২৪০। তাদের অনুপাত ১ঃ৩ হলে, ১ম রাশি ২য় রাশির শতকরা কত অংশ?
A ৩৩(১/৩)%
B ২৮(১/৮)%
C ৪২(২/৩)%
D ১৯(২/৫)%
Solution
Correct Answer: Option A
রাশি দুইটির যোগফল = ২৪০
তাদের অনুপাত = ১ঃ৩
অনুপাতের রাশি দুইটির যোগফল = ১+৩ = ৪
∴ ১ম রাশি = ২৪০ এর ১/৪ অংশ = ৬০
∴ ২য় রাশি = ২৪০ এর ৩/৪ অংশ = ১৮০
আবার, রাশি দুইটির অনুপাত = ১ঃ৩
∴ ১ম রাশি, ২য় রাশির ১/৩ = (১×১০০)/(৩×১০০) = ৩৩(১/৩)%