একটি অফিসে ৩২ জন মহিলা কর্মী আছে। ঐ অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত ৯ : ১৬। অফিসটিতে পুরুষ কর্মীর শতকরা হার কত?
Solution
Correct Answer: Option C
মহিলা কর্মীর অনুপাত ১৬ এবং সংখ্যা = ৩২ জন।
যেহেতু পুরুষ কর্মীর অনুপাত ৯, তাহলে সংখ্যা হবে ১৮ জন।
মোট কর্মী = (৩২ + ১৮) = ৫০ জন
পুরুষকর্মীর শতকরা হার = (১৮ × ১০০)/৫০ = ৩৬%