একটি বাক্সে ৮টি লাল, ৯টি কালো এবং ৭টি সাদা বল আছে। এলোমেলো ভাবে ১টি বল তুলে নেওয়া হলে বলটি লাল বা কালো হওয়ার সম্ভাবনা কত?

A ৭/২৪

B ১৭/২৪

C ১/৮

D ৩/৮

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে,
লাল বল = ৮টি
কালো বল = ৯টি
সাদা বল = ৭টি

∴ মোট বল = ৮ + ৯ + ৭ = ২৪টি

আবার,
বলটি লাল হওয়ার সম্ভাবনা = ৮/২৪ = ১/৩
বলটি কালো হওয়ার সম্ভাবনা = ৯/২৪ = ৩/৮

∴ বলটি লাল বা কালো হওয়ার সম্ভাবনা = (১/৩) + (৩/৮)
= (৮ + ৯)/২৪
= ১৭/২৪

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions