আশু>আউশ -এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরণ ?
Solution
Correct Answer: Option A
১. ‘ই’ কারের অপিনিহিতি উদাহরণসহ :
রাতি > রাইত। আজি > আইজ। করিয়া > কইর্যা। গাঁটি > গাইট। পাখি > পাইখ। চারি > চাইর।
২. 'উ’ কারের অপিনিহিতি উদাহরণসহ :
মাথুয়া > মাউথুয়া। মাঠুয়া > মাউঠুয়া। মাছুয়া > মাউছুয়া। নাটুয়া > নাউটুয়া। সাধু>সাউধ। ভাতুয়া > ভাউতুয়া।
অপিনিহিতি নামটি দেন ভাষাচার্য ড. সুনীতিকুমার। উপরে আলোচিত অপিনিহিতি কাকে বলে তা কিন্তু তাঁরই দেওয়া। পশ্চিমবাংলার ‘রাঢ়ী' উচ্চারণে এখন অপিনিহিতি মেলে না। এখন বাংলাদেশের লোকেদের মৌখিক উচ্চারণে অপিনিহিতি প্রচুর।