1-1+1-1+.... এর ধারাটির (2n+1) পদের সমষ্টি হবে?
Correct Answer: Option B
প্রদত্ত ধারাটি 1-1+1-1 + ...... একটি গুণোত্তর ধারা ।
যারা প্রথম পদ a = 1.
সাধারণ অনুপাত r = -1/1 = -1 < 1
আমরা জানি,
কোনো গুণোত্তর ধারার প্রথম n পদের সমষ্টি sn = a(1-rn )/1-r
প্রদত্ত ধারার (2n+1) পদের সমষ্টি
= a(1- r2n+1 )/1-r
= 1{1-(-1)2n+1 }/1-(-1)
= 1-(-1)2n (-1)/2
= 1-(1)(-1)/2 [n e হওয়ায় (-1)2n = 1]
= 2/2 = 1
(প্রিলির জন্য শর্ট ট্রিক- 1-1+1-1 এখানে একটি ধনাত্বক 1 & তারপরেই একটি ঋনাত্বক 1. এভাবে প্রতি জোড়া ধনাত্বক ঋনাত্বক 1 মিলে শূন্য হয়ে যাবে। অর্থাৎ সিরিজে জোড় সংখ্যক উপাদান থাকলে উত্তর=০, এবং বিজোড় সংখ্যক উপাদান থাকলে উত্তর=1.
এখানে (2n+1) একটি বিজোড় সংখ্যা সুতরাং উত্তর হবে 1 )
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions