পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার বড় কারণ-
A পানিতে আর্সেনিকের পরিমাণ হ্রাস
B ডেঙ্গু জ্বরের প্রকোপ নির্ধারন
C উৎপাদন খরচের আধিক্য
D পরিবেশ দূষন হ্রাস
Solution
Correct Answer: Option D
ইথিলিন থেকে পলিথিন পাওয়া যায়। ইথিলিন গ্যাসকে ১০০০-১২০০ বায়ুমণ্ডলীয় চাপে ২০০° সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিথিন পাওয়া যায়।
- ডাস্টবিনে ফেলা পলিথিন বৃষ্টির পানির সঙ্গে নালায় ঢুকে পড়ে, যে কারণে হালকা বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। পলিথিন পোড়ালে কার্বন মনো–অক্সাইড উৎপন্ন হয়ে বাতাস দূষিত করে। পলিথিনের জন্য সমুদ্রের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। পুরোনো পলিথিন পুড়িয়ে আবার পলিথিন তৈরি করা হচ্ছে, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।