মেঘনাদবধ কাব্য ১৯-শতকীয় বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি মহাকাব্য। এটি ১৮৬১ সালে দুই খণ্ডে বই আকারে প্রকাশিত হয়। কাব্যটি মোট নয়টি সর্গে বিভক্ত। মেঘনাদবধ কাব্য হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে রচিত, যদিও এর মধ্যে নানা বিদেশী মহাকাব্যের ছাপও সুস্পষ্ট।
তার সংক্ষিপ্ত জীবনঃ
জন্ম: ২৫ জানুয়ারি, ১৮২৪ খ্রিষ্টাব্দ, যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে।
মৃত্যু: ২৯ জুন,১৮৭৩ খ্রিষ্টাব্দ।
প্রথম প্রকাশিত গ্রন্থ: Captive Lady (১৮৪৯)
পিতার নাম: রাজনারায়ণ দত্ত।
শিক্ষাজীবন : কলকাতায় লালবাজার গ্রামার স্কুল,হিন্দু কলেজ,বিশপস কলেজ,ব্যারিস্টারি পড়তে বিলেতে যান।
পেশা: প্রথমে আইন পেশায় জড়িতত হলেও লেখালেখি করে জীবিকা নির্বাহ করেন।
খ্রিষ্টান ধর্ম গ্রহণ : ১৮৪৩ সালে।
প্রথম নাটক: শর্মিষ্ঠা(১৮৫৯)।
প্রথম কাব্য: তিলোত্তমা সম্ভব কাব্য(১৮৬০)।
মহাকাব্য: মেঘনাদবধ কাব্য(১৮৬১)।
শ্রেষ্ঠদান: অমিত্রাক্ষর ছন্দ।
♦ সাহিত্য স্বীকৃতি :
১.আধুনিক বাংলা কবিতার জনক
২.অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
৩.প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা।
৪.সার্থক প্রহসন রচয়িতা।
৫.সার্থক নাটক রচয়িতা।
৬.বাংলাভাষায় সনেটের প্রবর্তক।
মহাকাব্য: মেঘনাদবধ, তিলোত্তমাসম্ভব কাব্য।
গীতিকাব্য : বীরাঙ্গনা কাব্য,ব্রজাঙ্গনা কাব্য,চতুর্দশপদী কবিতাবলি।
নাট্যগ্রন্থ : শর্মিষ্ঠা,পদ্মাবতী, কৃষ্ণকুমারী,মায়াকানন।
প্রহসন :বুড়ো শালিকের ঘাঁরে রোঁ,একেই কি বলে সভ্যতা।
ইংরেজি কাব্য: Captive lady, Vision of the past.