বাংলা সাহিত্যের প্রথম গদ্য নিদর্শন কোনটি?
A কথোপকথন
B লিপিমালা
C ইতিহাসমালা
D রাজা প্রতাপাদিত্য চরিত্র
Solution
Correct Answer: Option D
রাজা প্রতাপাদিত্য চরিত্র ঊনবিংশ শতাব্দীর শুরুতে প্রকাশিত একটি বাংলা গ্রন্থ । এর লেখক রামরাম বসু । এই গ্রন্থটিকে বাংলা ভাষায় কোন বাঙ্গালী লিখিত লিখিত প্রথম গদ্যগ্রন্থ বিবেচনা করা হয়। এটি সর্বপ্রথম ১৮০১ খ্রিষ্টাব্দের জুলাই মাসে কলকাতা শহর থেকে প্রকাশিত হয়।