যে বিজ্ঞানে জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে-
Solution
Correct Answer: Option A
ফসিওলজি ও প্যালিয়েন্টোলজি বিশুদ্ধ প্রাণীবিজ্ঞানের দুটি প্রধান শাখা যে শাখায় জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে- প্যালিয়েন্টোলজি (Paleontology)। ফসিওলজি বা শারীরবৃত্ত এ শাখায় প্রাণীদেহের পুষ্টি, শ্বসন, ক্ষরণ, রেচন, জনন প্রভৃতি শারীরবৃত্তীয় কার্যাবলী আলোচনা করা হয়।