প্রকৃতি গতি প্রতি ৬০ মিনিটে ৭ কি.মি এরুপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. পথ যেতে ১৮০ মিনিট সময় লেগেছে ।ফিরে আসার সময় তার কত ঘণ্টা সময় লাগবে?

A ১২

B ১৩

C ১৪

D ১১

Solution

Correct Answer: Option D

আমরা জানি ,৬০ মিনিট =১ ঘণ্টা
      অতএব ,১৮০ "        = ৩ ঘণ্টা
এখন ,স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ =৩৩/৩ কি.মি /ঘণ্টা =১১ কি.মি /ঘণ্টা
স্রোতের বেগ =(১১-৭) =৪ কি.মি/ ঘণ্টা
স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ =(৭-৪) কি.মি /ঘণ্টা = ৩ কি.মি /ঘণ্টা
অতএব , নির্ণেয় সময় =৩৩/৩ =১১ কি.মি /ঘণ্টা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions