নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ?
A সমতল পথে হাঁটা
B গাছ থেকে নিচে নামা
C একটি দেয়ালকে ধাক্কা দেওয়া
D সিঁড়ি দিয়ে উপরে ওঠা
Solution
Correct Answer: Option D
বল প্রয়োগ করার ফলে যদি বস্তু বলের বিপরীত দিকে সরে যায় বা বলের দিকে সরণের ঋণাত্মক উপাংশ থাকে ,তাহলে তাকে বলের বিরুদ্ধে কাজ বলে। বলের বিরুদ্ধে কাজ ঋণাত্মক ।পাহাড় বা সিঁড়ি দিয়ে উপরে উঠার সময় ঋণাত্মক কাজ হয় ।