নাটোরের দিঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত?

A গণভবন

B বঙ্গভবন

C উত্তরা গণভবন

D উত্তরবঙ্গ সংসদ ভবন

Solution

Correct Answer: Option C

উত্তরা গণভবন বা দিঘাপটিয়া রাজবাড়ি আঠারো শতকে নির্মিত দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান ।এটি বর্তমানে নাটোর জেলায় অবস্থিত ।বর্তমানে এটি বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলের সচিবালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে ।রাজা দয়ারাম রায় ১৭৪৩ সালে এটি নির্মাণ করেন .১৮৯৭ সালের ভূমিকম্পে এর ব্যাপক ক্ষতিসাধন হলে রাজা প্রমদনাথ এটি পুনঃনির্মাণ করেন ।পূর্ববঙ্গের গভর্নর মোনায়েম খানের নির্দেশে ১৯৬৭ সালে এটি গভর্নরের বাসভবনে পরিণত হয় ।বাংলাদেশ স্বাধীন হলে ৯ ফেব্রুয়ারি ,১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামকরণ করেন উত্তরা গণভবন ।অন্যদিকে ,প্রধানমন্ত্রীর বাসভবনের নাম হল গণভবন ,যা ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত ।বঙ্গভবন বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions