দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ৬৩ বৃদ্ধি পায় ।সংখ্যাটি অঙ্কদ্বয়ের পার্থক্য কত?
Solution
Correct Answer: Option B
ধরি ,
সংখ্যাটি একক স্থানীয় অংক =x
দশক " " =y
অতএব ,সংখ্যাটি =১০y+x
প্রশ্নমতে ,(১০x+y)-(১০y+x)=৬৩
বা,১০x+y-১০y+x=৬৩
বা,৯x-৯y=৬৩
বা,৯(x-y)=৬৩
বা,x-y=৭
অতএব, অঙ্কদ্বয়ের পার্থক্য =৭