শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হল এবং প্রত্যেকে ছাত্র সমান ভাড়া বহন করবে ঠিক হলো ।অতিরিক্ত ১০ জন ছাত্র যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল ।বাসে কত জন ছাত্র গিয়েছিল ?

A ৪৮

B ৫০

C ৬০

D ৪০

Solution

Correct Answer: Option C

মনে করি ,
ছাত্র /ছাত্রীর সংখ্যা x জন
 জন -প্রতি ভাড়া =2400/x টাকা
অতিরিক্ত 10 জন যাওয়ায় জন প্রতি ভাড়া =
2400/(x+10) টাকা
প্রশ্নমতে ,2400/x -2400/(x+10)=8
        বা,300/x - 300/(x+10)=1
       বা,(300x+3000-300x)/x(x+10)=1
       বা,3000/x(x10)=1
       বা,x²+10x-3000=0
       বা,x²+60x-50x-3000=0
       বা,x(x+60)-50(x+60)=0
       বা,(x+60)(x-50)=0
       বা,x=50
বাসে ছাত্র /ছাত্রী গিয়েছিল =(50+10)জন
                                       =60 জন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions