'আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য ,তার চেয়ে বেশি সত্য আমার বাঙালি ' -কে বলেছিলেন ?

A কাজী নজরুল ইসলাম

B ধীরেন্দ্রনাথ দত্ত

C ড. মুহম্মদ শহীদুল্লাহ

D রবীন্দ্রনাথ ঠাকুর

Solution

Correct Answer: Option C

ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫ - ১৯৬৯) -এর কয়েকটি উক্তি -
- আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য; তার চেয়ে বেশি সত্য আমরা বাঙ্গালী।
- পৃথিবীর কোনো জাতি জাতীয় সাহিত্য ছেড়ে বিদেশি ভাষায় সাহিত্য রচনা করে যশস্বী হতে পারেনি।'
- যে দেশে গুণের সমাদর নেই, সেদেশে গুণীজন জন্মাতে পারে না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions