Solution
Correct Answer: Option C
বাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা-২০২২ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার বিস্তারিত গণনার লক্ষ্যে অনুষ্ঠিত দেশের ষষ্ঠ জাতীয় আদমশুমারি। এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বাবধানে ২০২২ সালের ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত এক সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে। তবে উক্ত আদমশুমারিতে সংগৃহীত তথ্যের মানদণ্ড হিসেবে ১৫ জুন ২০২২ তারিখটি ব্যবহৃত হবে।
- ভারত উপমহাদেশে প্রথম আদমশুমারি হয় ব্রিটিশ আমলে, ১৮৭২ সালে। পরের আদমশুমারি হয় ১৮৮১ সালে। এরপর থেকে এই উপমহাদেশে প্রতি ১০ বছর পরপর আদমশুমারি হয়েছে।
- ২০১১ সালে প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারত নিজেদের সীমান্ত এলাকায় আদমশুমারি করে
বিগত আদমশুমারিসমূহ:
- প্রথম আদমশুমারি : ১৯৭৪ সালে (৭.৬৪ কোটি)
- দ্বিতীয় আদমশুমারি : ১৯৮১ সালে (৮.৯৯ কোটি)
- তৃতীয় আদমশুমারি : ১৯৯১ সালে (১১.১৫ কোটি)
- চতুর্থ আদমশুমারি : ২০০১ সালে (১২.৯৩ কোটি)
- পঞ্চম আদমশুমারি : ২০১১ সালে (১৫.২৫ কোটি)।