১৫ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা ২৪ সে.মি হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব কত সে.মি ?
Solution
Correct Answer: Option A

মনে করি,
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের AB জ্যা এর OC ⟂ AB
OA ব্যাসার্ধ =১৫ সে.মি
AB জ্যা =২৪ সে.মি
অতএব , AC=২৪/২ সে.মি
=১২ সে.মি
⊿OAC -এ
OA²=AC²+OC²
বা,১৫²=১২²+OC²
বা,OC²=১৫²-১২²
বা,OC²=২২৫-১৪৪
বা,OC²=৮১
বা,OC=√৮১
অতএব ,OC=৯ সে .মি