বায়ুমন্ডলে জলীয়বাষ্প ঘনীভূত হওয়ার ফলে দেখা দেয়-
Solution
Correct Answer: Option D
শিশির হল কোনো শীতল বস্তুর উপর জলীয় বাষ্প জমা হয়ে সৃষ্ট বিন্দু। একটি নির্দিষ্ট তাপমাত্রায় বাতাস একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত জলীয় বাষ্প ধারণ করতে পারে। তাপমাত্রা বাড়লে যেমন ধারনক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি তাপমাত্রা কমলে ধারনক্ষমতা হ্রাস পায়।
কুয়াশা হল ভূমির সংস্পর্শে জলকণা রূপে থাকা ঘনীভূত বাষ্প । মেঘ কেও আংশিকভাবে কুয়াশা বিবেচনা করা যায় তবে তা কেবল ভূপৃষ্ঠের সন্নিকটে থাকা বাস্পের জন্যই প্রযোজ্য । সাধারনত ভূপৃষ্ঠ সূর্য থেকে প্রাপ্ত তাপ রাতে ত্যাগ করে। এই সময়ে দিনের তপ্ত ও রাতের শীতল আবহাওয়ার মধ্যকার সংঘর্ষে বাস্প ঘনীভূত হয়। আর এর ফলেই প্রায় ০.০১ মিলিমিটার ব্যাসের জল কণার সৃষ্টি হয়।