'জানুয়ারি' বানানে হ্রস্ব ই-কার হবার কারণ কোন শব্দের কারণে?
A তৎসম
B অতৎসম
C সংস্কৃত
D তদ্ভব
Solution
Correct Answer: Option B
১৯৮৮ সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলা বানানের নিয়মের একটি খসড়া প্রস্তুত করে এবং ১৯৯২ সালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে ।উভয় নিয়মেই যাবতীয় অতৎসম শব্দে কেবল হ্রস্বধ্বনি ব্যবহারের সুপারিশ করেছে। যেমন ঃ
অশুদ্ধ -----------শুদ্ধ
জানুয়ারী -------জানুয়ারি
ঈদ -------------ইদ
একাডেমী -------একাডেমি
কেরানী ---------কেরানি
গরীব ----------------গরিব
জরুরী-----------জরুরি